ঢাকা: প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্যের জন্য রেল মন্ত্রণালয়ের সকল দরজা খোলা বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট’র (সিডিডি) আয়োজনে এক জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। সরকারি চাকুরির ক্ষেত্রে সরকার প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ কোটা বরাদ্দ রেখেছেন। প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা থাকবে। পাশাপাশি যারা প্রতিবন্ধীদের জন্য কাজ করতে আগ্রহী তাদেরকে সর্বাত্মক সহযোগীতা করারও অঙ্গীকার করেন মন্ত্রী।’
কর্মশালায় জানানো হয়, ‘২০১০ সালের শুরুর দিক থেকে পিএইচআরপিবিডি নামের একটি প্রকল্প দেশের ১১টি জেলায় ১২টি সহযোগী সংস্থার সাথে যৌথভাবে ৯৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে স্ব-সহায়ক বানানোর কাজ করে যাচ্ছে।’
কর্মশালায় উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতান মাহমুদ, সিবিএম বাংলাদেশের দেশীয় সমন্বয়কারী মো. শাহনেওয়াজ কোরাইশী, এনার্জিপ্যাক’র পরিচালক ইঞ্জিনিয়ার নূরুল আক্তার প্রমুখ।