কৃষক দলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এ কে এম আলাউদ্দিন আজাদের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার এক শোকবাণীতে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম এ কে এম আলাউদ্দিন আজাদ জাতীয়তাবাদী কৃষক দলের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে গেছেন। মির্জা আলমগীর বলেন, এছাড়াও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি নিরলস কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
এছাড়া অপর এক শোকবার্তায় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু দলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এ কে এম আলাউদ্দিন আজাদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ জাফর ইকবাল