ইনজুরিতে পড়ে ঘরোয়া ক্রিকেটের ধুমধাড়াক্কা আসরে নিজেকে মেলে ধরতে পারেননি কামরুল ইসলাম রাব্বি। ইনজুরি থেকে সেরে উঠতে লড়ছেন এই পেসার। বিপিএলে কেবল ২ ম্যাচ খেললেও শতভাগ পাওনা বুঝে পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছ থেকে। আপাতত ঘরোয়া ক্রিকেট বিসিএলে সফল হওয়াই মূল লক্ষ্য তার।
গত জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন পেসার কামরুল ইসলাম রাব্বি। তবে লাল-সবুজের জার্সি এখনও গায়ে মাঠে নামা হয়নি তার। বিপিএলে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দু’টি। এখনও পুরোপুরি সেরে ওঠেননি। কাজ করছেন শতভাগ ফিট হতে।
গত দুই আসরে বিপিএলের বড় এক সমস্যা ছিল ক্রিকেটারদের বকেয়া পাওনা। তবে,এদিক থেকে কুমিল্লা বেশ সচেতন। ইনজুরির কারণে রাব্বি পুরো আসরে মাঠে না থাকতে পারলেও, পেয়েছেন শতভাগ পারিশ্রমিক।
ক্রিকেটের জমকালো আসরে উজ্জ্বল ছিলেন আবু হায়দার রনি, আল আমিন, মোহাম্মদ শহীদের মতো পেসাররা। তাই জাতীয় দলে জায়গা করে নিতে বেড়েছে প্রতিযোগিতা। সেখানে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগের অপেক্ষায় আছেন রাব্বি।
ছবি:সংগৃহীত