রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২ শর্তসাপেক্ষে আগামীকাল রোববার জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করলে তাদের এ অনুমতি দেওয়া হয়।
আজ বেলা ১১টার দিকে বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যর প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন কমিশনারের কাছে অনুমতির জন্য গেলে তাদের ২২টি শর্ত সাপেক্ষে এই অনুমতি দেয়া হয়।
শর্তের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো- জনগণের ভোগান্তি যাতে না হয় এজন্য নির্ধারিত স্থানের বাইরে জনসমাবেশ করা যাবে না। এ ছাড়া নির্ধারিত স্থানের বাইরে উসকানিমূলক কোনো বক্তব্য কিংবা প্রচারপত্র বিলি করা যাবে না।
দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
