বাংলাদেশ সফরে উইন্ডিজ দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
এই দুই ফরম্যাটে দলের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারে চোটের কারণে, দলের সহ অধিনায়ক ভারপ্রাপ্ত হিসেবে পেয়েছেন টেস্ট ও ওয়ানডের দায়িত্ব।
এর আগে বুধবার সকালে জানা যায়, চোটের কারণে বাংলাদেশ সফর থেকেই ছিটকে পড়েছেন হোল্ডার। কাঁধের ইনজুরির জন্য হোল্ডারকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও জানা না গেলেও পুরো বাংলাদেশ সফরে দলে থাকা হবে না এই অভিজ্ঞ ক্রিকেটারের।
এ প্রসঙ্গে ক্রিকেট উইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্র্যাভ জানান, আগামী চার সপ্তাহ হোল্ডারকে ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণ করে চলতে হবে এবং ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। তিনি আরও জানান, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে না থেকে বাংলাদেশের বিপক্ষে খেললে হোল্ডারের চোট আরও বাড়তে পারে যার কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই ক্রিকেটারকে। তাই তার পরিবর্তে বিকল্প অধিনায়ক নিতে হয়েছে দলটিকে।
প্রসঙ্গত, পূর্ণাঙ্গ সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেরই সিরিজ খেলবে সফরকারী উইন্ডিজ।
এক নজরে উইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচি ২০১৮ –
তারিখ ম্যাচ ভেন্যু
১৮-১৯ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
২২-২৬ নভেম্বর প্রথম টেস্ট
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩০-৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট