আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। এরইমধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ বেশ কয়েকজন প্রার্থী এ চিঠি পেয়েছেন।
সোমবার বিকেল থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের চিঠি দেওয়া শুরু হয়। বগুড়া ৬ ও ৭ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল তিনটার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দু’টি চিঠি হস্তান্তর করা হয়। চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
পরে ৬টায় রংপুর ও রাত ৮টা থেকে দেওয়া হবে রাজশাহী বিভাগের মনোনীতদের চিঠি। তবে সকাল থেকে গুলশান কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করেছেন।
বিএনপির প্রার্থীরা হলেন :
রাজশাহী বিভাগ
খালেদা জিয়া (বগুড়া ৬ ও ৭ আসন)
রংপুর বিভাগ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ (দিনাজপুর-১), সাদিক রিয়াজ (দিনাজপুর-২), সৈয়দ জাহাঙ্গীর ও মোজাম্মেল দোলন (দিনাজপুর-৩), হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪), রেজাউল হক ও জাকারিয়া বাচ্চু (দিনাজপুর-৫), লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল (দিনাজপুর-৬), মোকাররম হোসেন সুজন (রংপুর-১), ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী (রংপুর-২), মোজাফফর আহমেদ ও রিতা রহমান (রংপুর-৩), এমদাদুল হক ভরসা (রংপুর-৪), সোলাইমান আলম ও ড. মমতাজ (রংপুর-৫), সাইফুল ইসলাম (রংপুর-৬)।
এছাড়া কুড়িগ্রাম-১ আসনে রানা ও শামীম, কুড়িগ্রাম-২ আসনে সোহেল ও আবু বকর, কুড়িগ্রাম-৩ আসনে তাজবীর ও আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে মকলেস ও আজীজ, গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম ও মোজাহারুল ইসলাম, গাইবান্ধা-২ আসনে টুটুল ও আহাদ আহমেদ, গাইবান্ধা-৩ আসনে ডা. সাদিক, গাইবান্ধা-৪ আসনে ওবায়দুল হক ও ফারুক আলম, গাইবান্ধা-৫ আসনে হাসান ও ফারুক কবীর ধানের শীষের টিকেট পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগ
মওদুদ আহমদ (নোয়াখালী-৫)
বরিশাল বিভাগ
মেজর (অব.) হাফিজ উদ্দিন (ভোলা-৩),আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), শহিদুল আলম/মনির হোসেন (পটুয়াখালী-২), হাসান মামুন (পটুয়াখালী-৩), এবিএম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর।