ঢাকা: টাইগার ওপেনার তামিম ইকবালের সামর্থ্য নিয়ে যে কেউ নিঃসন্দেহ। তবে গত কিছু ম্যাচে ব্যাট হাসছিল না তার। সহ্য করতে হচ্ছিল সমালোচনার বাণ। কম যাননি ভক্তরাও।
অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এক সেঞ্চুরিতে মিরপুরে স্বরূপে ফিরলেন ড্যাশিং এই টাইগার ওপেনার। ১১২ বলে তিন অঙ্কে পৌঁছে জবাব দিয়েছেন সব সমালোচনার। এটি ওয়ানডেতে তামিমের পঞ্চম শতক।
তামিম আজ বুক চিতিয়ে লড়েছেন পাকিস্তানিদের বিপক্ষে। সাঈদ আজমলের সপ্তম ওভারে দুটি চার আর একটি ছক্কা মেরে তামিম পাগল করে দিয়েছিলেন দর্শকদের।
তামিম ১৩৫ বলে ১৩২ রান করে সাজঘরে ফিরেছেন। ওয়াব রিয়াজের বলে মুহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হওয়ার আগে ১৫টি চার আর ৩টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি।