নিজস্ব প্রতিবেদক:: ফেনীতে চারটি তফসিলি ব্যাংক মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রকাশ্যে প্রায় ৫৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। এগুলো হলো-সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংক লিমিটেড।
সংশ্লিষ্ট ব্যাংক সূত্র জানায়, মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক ছাগলনাইয়া শাখায় ৫২ জন কৃষককে ১২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা, ইসলামী ব্যাংক ছাগলনাইয়া শাখায় ৫০ জন কৃষককে ১৫ লাখ ৬০ হাজার টাকা, কৃষি ব্যাংক ছাগলনাইয়া শাখায় ৩৫ জন কৃষককে ১৪ লাখ ২৪ হাজার টাকা এবং জনতা ব্যাংক হাজীর বাজার শাখায় ৪০ জন কৃষককে ১৪ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করেছে।
প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোদ্দার। সোনালী ব্যাংক ফেনী প্রিন্সিপাল অফিসের ডিজিএম স্বপন কুমার সাহার সভাপতিত্বে প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জনতা ব্যাংক কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম, ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্যাহ, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান জোদ্দার বলেন, কৃষকরা এ ঋণ খাদ্য শস্য উৎপাদনের কাজে লাগিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে।