নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তা, এসপি-ডিসিদের কথা শুনেছি। তাঁরা বলেছেন, মাঠের পরিস্থিতি ভালো। কোনো উদ্বেগ নেই। নির্বাচন সুষ্ঠু হবে।’
আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র্যাব, রিটার্নিং কর্মকর্তা, এসপি ও ডিসিরা উপস্থিত ছিলেন।