নিজস্ব প্রতিবেদক:
আজ বিজিবি দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে- সকাল ৭টায় রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম।
‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন অত্যন্ত দক্ষ, সুসংগঠিত এবং গতিশীল’ ২০ ডিসেম্বর বিজিবি দিবস’১৫ উপলক্ষে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ একথা বলেছেন। ২০১০ সালের ২০ ডিসেম্বর দেশের সীমান্ত রক্ষী এ বাহিনী বাংলাদেশ রাইফেলস্ থেকে নতুন নাম নিয়ে যাত্রা শুরু করে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে কিছু উচ্ছৃঙ্খল জওয়ান ইতিহাসের বিভীষিকাময় নারকীয় হত্যাকাণ্ড চালায়। ওই ঘটনায় বিদ্রোহীদের হাতে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। যা ছিল আমাদের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। এ পাঁচ বছরে তারা দক্ষ, সুসংগঠিত ও গতিশীল বাহিনীর পরিচয় দিয়েছে।
বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ আরও বলেছেন, বিজিবি একটি ঐতিহ্যবাহী বাহিনী। যার ইতিহাস ২২০ বছরের পুরোনো। যদিও ২০০৯ সালে একটি অত্যন্ত ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো বাহিনীর ঐতিহ্যকে ম্লান করে দিয়েছিল। তবে বিগত বছরগুলোতে বিজিবি’র বর্তমান সদস্যরা অক্লান্ত পরিশ্রম, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সেই কালিমা মুছে ফেলতে সক্ষম হয়েছে। বিজিবি এখন অত্যন্ত দক্ষ, সুসংগঠিত এবং গতিশীল একটি বাহিনী বলেও মন্তব্য করেন বাহিনীর প্রধান।
বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পিলখানায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহসিকতার জন্য ৬০ জনকে বিজিবি সদস্যকে পদক দেবেন প্রধানমন্ত্রী। জোয়ানদের সাহসিকতার জন্য ৬০ জনকে বিজিবি সদস্যকে পদক দেবেন প্রধানমন্ত্রী। পরে চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ির জালিয়া পাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের কার্যক্রম উদ্বোধনের ফলক উন্মোচন করবেন শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রী বীর উত্তম খন্দকার ফজলুর রহমান মিলনায়তনে (সাবেক দরবার হল) দরবার (বৈঠক) করবেন। এছাড়া বিজিবির সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটগুলোয় আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও অধিনায়কদের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে।