আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার রাতে ওই কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান ইউএসজিএসের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে পাকিস্তান ও তাজিকি¯স্তানের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প প্রথম আঘাত হানে। এটির গভীরতা ২০৩.৫ কিলোমিটার। ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানও। এএফপির স্থানীয় এক সাংবাদিক বলেন, ভূমিকম্পে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কিছু ভবন হেলে পড়েছে। দ্য ডন-এর খবরে বলা হয়, পাকিস্তানের পেশোয়ারে ভূমিকম্পে আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ । ভূমিকম্পের পরপরই খাইবার পাখতুনখোয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
এ ছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতেও। হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, ভারতের শ্রীনগর, জয়পুর, দিল্লিসহ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। গত অক্টোবরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল পাকিস্তান ও আফগানিস্তানে। এতে কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছিলেন।