নিজস্ব প্রতিবেদন :
শীর্তাত মানুষরে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদশে কৃষক ফেডারেশন, বাংলাদশে ভূমিহিন সমিতি ও বাংলাদশে কৃষাণীসভা নামক ৩টি সংগঠন, আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘শীর্তাত মানুষরে শীত বস্ত্রের’ দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়
মানববন্ধনে বক্তারা বলনে, এবাররে শীত দির্ঘায়িত হবে এবং দশেরে দক্ষীন ও উত্তর-পশ্চমিাঞ্চলে দরিদ্র শীর্তাত মানুষরে র্দুভােগ বাড়বে এ সকল মানুষরে পাশে মানবকি সাহায্য হসিাবে শীত বস্ত্র সরবরাহ করতে দশেরে সরকার ও সার্মথবানদরে পদক্ষপে গ্রহণ করা জরুরি.
তারা বলনে, গ্রামীণ ভূমিহিন কৃষক, দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ তাই তাদরে পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব
র্দুভোগে পততি হওয়ার আগে র্কাযকর পদক্ষপে গ্রহণ করার জন্য সরকাররে প্রতি দাবিও জানান তারা
মানববন্ধনে উপস্থতি ছলিনে- বাংলাদশে কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান, বাংলাদশে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হারুন আর রশদি,বাংলাদশে ভূমিহিন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, বাংলাদশে শ্রমকি ফডোরশেনরে সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন প্রমুখ.