মন থেকে হয় রক্তক্ষরণ
জানি এটা কিসের কারন,
হৃদয়ের হাড় গেছে ভেঙ্গে
তবুও শোনে না বারন।
আড়াল হয়েও যায়না ভোলা
তোর মায়াবী মুখ,
জোস্না রাতে তোর অধরে
বিলিয়ে দিতাম সুখ।
আমার মনের জমিন জুড়ে
তুই শুধু থাকিস,
তোর জমিনের একটা কোনে
যত্নে আমায় রাখিস।
বুকের ভিতর হয় ব্যথা
পড়লে মনে তোকে,
তুই ছাড়া কে আছে বল
বাঁচাতে পারে আমাকে।
অজস্র অশ্রু ফোটা
কেঁদে কেঁদে বলে,
থাকতে চাই তোর স্বপ্ন হয়ে
যদি না দাও ফেলে।
দুটিকথা : আমি হয়তো বড় কোন কবি নই তারপরও সবসময় লেখার একটা প্রয়াস আমার থাকে, এটা ছোটবেলা থেকেই।
২০০৫ সাল, যখন ৬ষ্ঠ শ্রেনিতে পড়ি তখন থেকেই লেখা শুরু আমার, আমার প্রথম কবিতাটি ছিল একুশে ফেব্রুয়ারি নিয়ে লেখা, যেটা ২১শে ফেব্রুয়ারির স্কুল কম্পিটিশনে টিকে ছিলে, এছাড়া চিন্তা ভাবনা ম্যাগাজিনে আমার দুটি কবিতা প্রকাশ করা হয়েছিল।
এতটুকুই আমার প্রাপ্তি।
রক্তক্ষরণ কবিতার কথাগুলো হয়তো অনেকের মনের কথার সাথে মিলে যেতে পারে, আশা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ
লেখক: গাজী সোলায়মান