সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন সাবেক মেধাবী ছাত্রনেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, newscvm.com এর সম্পাদক, শিল্প উদ্যোক্তা, সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দিদারুল আলম মজুমদার।
জানা গেছে, ফেনীর ০১ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।
তার সাথে একান্ত আলাপচারিতায় দিদারুল আলম মজুমদার বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অবশ্যই দেশের জন্য আমার আরও কিছু করার আছে, তার তাগিদেই আসন্ন একাদশ নির্বাচনে আমি সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে করতে চাই।
তিনি বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক নির্মুল করাই হবে আমার প্রধান লক্ষ।
দিদারুল আলম মজুমদার আরও বলেন, সমাজের যারা অবহেলিত মানুষ আছেন তাদের জন্য আমি কাজ করতে চাই,
এছাড়া এই আসনের ধারাবাহিক উন্নয়নের গর্বিত অংশীদার হতে চাই।
তিনি জানান, আমি মানুষের সেবা করতে এ নির্বাচনে প্রার্থী হয়েছি, রাজনীতি করতে নয়। পারিবারিকভাবে আমি দীর্ঘদিন থেকে মানুষের সেবা করে আসছি। আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে নিশ্চয়ই ভালোবাসে।
ইতোমধ্যে তিনি এলাকায় প্রচার প্রচারনার কাজ শুরু করে দিয়েছেন।
তিনি আশা করেন, ফেনীর ০১ আসনের জনগণ দলমত নির্বিশেষে সবাই সতন্ত্র প্রার্থীকে, তাদের মুল্যবান ভোট প্রদান করবেন।
রিপোর্টার : গাজী সোলায়মান