প্রধানমন্ত্রী গণভবন থেকে একাদশ জাতীয় নির্বাচনের প্রচার করছেন, এমন অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
১৪ নভেম্বর, বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।
যদিও সচিবের এই মন্তব্য করার আগে কমিশনের সঙ্গে বৈঠক করে গণভবন থেকে নির্বাচনের প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারপর ইসির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধিদল।
সব শেষে ইসির পক্ষ থেকে সচিব ব্রিফ করেন।
বিএনপি অভিযোগ, গণভবনে প্রধানমন্ত্রী নির্বাচনি প্রচার চালাচ্ছে, এ বিষয়ে সচিব বলেন, বিষয়গুলো সম্পর্কে আমরা অভিযোগ পেলে খতিয়ে দেখব।
১৪ নভেম্বর, বুধবার সন্ধ্যায় ইসির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধিদল।
বৈঠকে যোগ দেওয়ার আগে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, নির্বাচনের তারিখ এখন পর্যন্ত তিনবার পেছানো হয়েছে। সর্বশেষ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় ৩০ ডিসেম্বর। আর পেছানো হবে না, একদিন নয়, এক ঘণ্টাও নয়।
গণভবনে বসে প্রধানমন্ত্রী নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন—বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, গণভবন থেকে নির্বাচনি প্রচারণা চলছে, এটা চূড়ান্ত ভুল।
গণভবন থেকে প্রচারণা চালানো হচ্ছে না। সবাই প্রধানমন্ত্রীর কাছ থেকে দোয়া নিতে এসেছিল। দোয়া নিয়ে চলে গেছেন।
নয়াপল্টনের ঘটনার বিষয়ে ইমাম বলেন, নয়াপল্টনে সংগঠিত সহিংস ঘটনা নির্বাচনি আচরণ বিধির সম্পূর্ণ লঙ্ঘন। বিএনপি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা এটাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করি।